বাজারে ছারপোকা নিধনের জন্য অনেক মেডিসিন পাওয়া গেলেও সে মেডিসিনগুলো ছারপোকা নিধনের জন্য কার্যকর নয়। কারন বেশির ভাগ মেডিসিনে ছারপোকা নিধনের জন্য কার্যকরি উপাদান সঠিক পরিমানে থাকে না। আর এই মেডিসিন গুলোতে বেশি পরিমানে ক্যামিকেল থাকে, যা মানব দেহের জন্য খুবি ক্ষতিকর। এছারাও যার দ্বারা শ্বাস-প্রশ্বাসে মারাত্নক ক্ষতি হয়। আরো সাধারণ ছারপোকার মেডিসিন গুলোতে অতিমাত্রায় বাজে গন্ধ থাকে। এছাড়াও বেশিরভাগ মানুষ তরল স্প্রে জাতীয় ছারপোকার মেডিসিন ব্যবহারে অভ্যস্ত যার বেশিরভাগই সঠিকভাবে কাজ হয় না এবং তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
আমাদের ছারপোকার মেডিসিন
তবে আপনি আমাদের মেডিসিনটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। কারণ এতে কোন বাজে দূর গন্ধ নেই, গ্যাস নেই, পাউডার জাতীয় মেডিসিন হওয়ায় এর কার্যকারিতা বেশি সময় স্থায়ী হয় এবং শতভাগ ছারপোকা নির্মূল করতে সক্ষম।